বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে মেক্সিকো

চলতি বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে লাতিন আমেরিকার আরেক রাষ্ট্র মেক্সিকো। শুক্রবার (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড। এ সময় বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার কথা জানান তিনি।

তারা বলেছেন, মেক্সিকান সরকারের মতে ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ মধ্য এশিয়া অঞ্চলের একটি প্রধান দেশ। তাই মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশেষ করে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করার কথা ভাবছে তারা।

উল্লেখ্য, মেক্সিকোতে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ৪৫ বছর পর বাংলাদেশে আবারও দূতাবাস চালু ক‌রে‌ আর্জেন্টিনা। রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন করা হয়।

পূর্বের খবরপাকিস্তানকে আরও ঋণ দিল চীন
পরবর্তি খবরসংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী