৩০০ মিটারের কাজ পড়ে থাকায় দুর্ভোগ

১৫ দিন আগে ময়মনসিংহ পুলিশ সুপারের মাধ্যমে লিখিতভাবে মহাসড়কের ওই অংশ সংস্কার করার জন্য বলা হয়েছে।

ময়মনসিংহ নগরের পাটগুদামের আন্তনগর বাস টার্মিনাল থেকে শম্ভুগঞ্জ বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল ছিল। স্থানীয় ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এপ্রিল মাসে এর সংস্কারকাজ শুরু হয়। কিন্তু শম্ভুগঞ্জ বাজারের কাছাকাছি এলাকার ৩০০ মিটারের কাজ এখনো শেষ হয়নি। ছয় মাস ধরে কাজ ফেলে রেখেছেন ঠিকাদার। ফলে সড়ক সংস্কারের সুফল পাচ্ছেন না মানুষ।

ময়মনসিংহ-শম্ভুগঞ্জ মহাসড়কটি সড়ক ও জনপথের (সওজ) অধীনে। এলাকাবাসী বলেন, মহাসড়কের এ অংশে মানুষের ভোগান্তি নিত্যদিনের ঘটনা। তবে ঈদ সামনে রেখে ওই এলাকায় যানজট হলে ভোগান্তি আরও বাড়বে। তাই দ্রুত বাকি কাজ শেষ করার দাবি জানান তাঁরা। সওজের কর্মকর্তারা বলেন, আগামী জুনে এ কাজের মেয়াদ শেষ হবে। তাঁরা ঠিকাদারকে বলে ঈদযাত্রার আগেই বাকি কাজটুকু করিয়ে নেবেন।