সাহিত্যিক সৈয়দা রাশিদা বারী ‘সাহিত্য বিদ্যা বিনোদন’ উপাধীতে ভূষিত

ঢাকা: সাহিত্যিক ও সাংবাদিক সৈয়দা রাশিদা বারী ‘সাহিত্য বিদ্যা বিনোদন’ উপাধীতে ভূষিত হয়েছেন।

রাজধানীর সেগুন বাগিচায় কঁচি কাঁচার মেলা মিলনায়তনে ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজনে লেখক সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাহিত্যে অসামান্য অবদানের জন্য সৈয়দা রাশিদা বারীকে ‘সাহিত্য বিদ্যা বিনোদন’ উপাধীতে ভ’ষিত কারা হয়।

পুরস্কারের অংশ হিসাবে তাকে একটি ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

উক্ত পরিষদের সভাপতি আচার্য মু. নজরুল ইসলাম তামিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইষ্ট-ওয়েষ্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. জিয়াউল হক মামুন।

প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরীসহ উপস্থিত ভারত-বাংলাদেশ এর সম্মানিত কবি ও অতিথিবৃন্দ এর কাছ থেকে সৈয়দা রাশিদা বারী এই পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, সৈয়দা রাশিদা বারী একজন বহুমাত্রিক লেখক ও সাহিত্যিক। তিনি শতাধিক গ্রন্থের প্রণেতা।

এছাড়া, তিনি ঢাকাস্থ মাসিক ’স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার।