চাঁদকে প্রদক্ষিণ করার জন্য মার্কিন মহাকাশ সংস্থা নাসার পাঠানো যান ওরিয়ন প্রায় ২৬ দিনের অভিযানের পর সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে। এ অভিযানে এটি চাঁদের ৬০ মাইল পর্যন্ত কাছে গিয়েছিল।
পৃথিবীর বায়ুমণ্ডলে অতি উত্তপ্ত অবস্থায় প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উপকূলে এসে পড়ে। অবতরণের শেষ পর্যায়ে ১১টি প্যারাশুট খোলার মাধ্যমে এর প্রচণ্ড গতি ধীর হয়ে যায়।
ক্যাপসুলটি পড়ে মেক্সিকোর গুয়াদালুপ দ্বীপের অদূরে সমুদ্রে। জাহাজে আগে থেকে অপেক্ষমান পুনরুদ্ধারকারী দল সেখানে ছবি তুলতে চলে যায়। ছবিগুলো ফ্লাইট-পরবর্তী বিশ্লেষণে কাজে লাগবে।
নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, যানটির সফলভাবে সাগরে এসে পড়া দেখে তিনি অভিভূত।
নেলসন বলেন, ‘এটি ঐতিহাসিক ঘটনা। কারণ আমরা এখন মহাকাশে, আরো দূর মহাকাশে ফিরে যাচ্ছি। ’
৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা। তার অংশ হিসেবেই আর্টেমিস ১ নামে এ অভিযান চালানো হয়। এবারের অভিযানে যানটি কোন মানুষ না থাকলেও আগামী পর্বে থাকবে।
পৃথিবীর বায়ুমণ্ডলে আবার প্রবেশের সময় ওরিয়নের গতি হওয়ার কথা ছিল ঘণ্টায় ৪০ হাজার কিলোমিটার। এত গতির কারণে বাতাসের সঙ্গে ঘর্ষণে এর তাপমাত্রা ওঠার কথা ৩ হাজার ডিগ্রি সেলসিয়াসে। আগামীতে মানুষ পাঠানোর আগে যানটির তাপ নিরোধক ঢাল এত তাপ সইতে পারবে কিনা তা পরীক্ষা করা জরুরি ছিল। ওরিয়ন ঠিক মতো ফিরে আসা থেকে মনে করা হচ্ছে তাপনিরোধক ঢাল অক্ষত আছে। তবে কাছে থেকে খুটিয়ে না দেখা পর্যন্ত বিজ্ঞানীরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন না। সূত্র: বিবিসি