ফুলপুরে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ ক্যাটাগরিতে ফুলপুর উপজেলার শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত ৫ নারী হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জান্নাতুল মাওয়া রিতা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী  হাফিজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন মৌসুমী আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন মাহফুজা আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, মেয়র মিঃ শশধর সেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ।