সাগরে বাতাসের ঘূর্ণি-কুণ্ডলী, ৩৫ জেলায় দাবদাহ

বঙ্গোপসাগরে আজ সোমবার সকাল ৮টার পর লঘুচাপ সৃষ্টির অবস্থা তৈরি হতে পারে। ভারতের নিকোবর দ্বীপপূঞ্জের দক্ষিণ-পশ্চিমদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটির অবস্থান হতে পারে; যা বাংলাদেশ উপকূল থেকে ১২শ থেকে ১৮শ কিলোমিটার দূরে। ইতোমধ্যে ওই স্থানে বাতাসের ঘূর্ণি-কুণ্ডলী তৈরি হয়েছে। আজ রাত ৮টার পর বা এ সময়ের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। পরে যা আরও ঘণীভূত হয়ে বিভিন্ন স্তর পেরিয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদিও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) বলছে, ৪৮ ঘণ্টায় সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি শেষ পর্যন্ত ‘মোচা’ নামের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে।

পূর্বের খবরনাকে সার্জারি করে বিপর্যয় নেমেছিল প্রিয়াংকার জীবনে
পরবর্তি খবরভালুকা উপজেলার নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ভূমি দুইজন ই নবাগত