বিএনপি নেতার বহিষ্কারাদেশ কক্সবাজার জেলা বিএনপি 

দলীয় শৃঙ্খলা অমান্য করাই উখিয়া-টেকনাফের ৪ বিএনপি নেতার বহিষ্কারাদেশ কক্সবাজার জেলা বিএনপি

মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার)

দ্বাদশ সংসদ নির্বাচন কে কেন্দ্র করে দলের আঘাত হওয়ায় কক্সবাজারের টেকনাফ উখিয়া দুই উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কক্সবাজার জেলা বিএনপি সভাপতি এই আদেশ দেন।

বিএনপি চলমান দ্বাদশ জতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করায় কিছু কিছু দলের ভাবমূর্তি নষ্ট করছে এমন অভিযোগ ভিত্তিতে উখিয়া উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহিম, টেকনাফ পৌর বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম, টেকনাফ বাহারছড়া ইউনিয়ন (উত্তর) বিএনপি’র সভাপতি আব্দুল হক, হ্নীলা ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সদস্য আমির হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

২ জানুয়ারি মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না দলের এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বের খবরবিজিবির বিশেষ অভিযানে টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
পরবর্তি খবরবিকেলে পাঁচ জেলায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা