কক্সবাজার -১ আসনের এমপি জাফর আলমের অসৌজন্যমূলক বক্তব্য স্থায়ী বহিষ্কারের সুপারিশ করবে জেলা আওয়ামীলীগ

কক্সবাজার -১ আসনের এমপি জাফর আলমের অসৌজন্যমূলক বক্তব্য স্থায়ী বহিষ্কারের সুপারিশ করবে জেলা আওয়ামীলীগ!

মোহাম্মদ শাহ এমরান, কক্সবাজার

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্য দেয়ার অভিযোগে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে কক্সবাজার -১ (চকরিয়া -পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলকে। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ মিডিয়ার হাতে আসে। সেখানে জাফর আলমকে এই অব্যাহতির বিষয়টি জানা যায়।

রাত ৮ টায় জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী মুঠোফোনে সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

এরপরই জাফর আলমের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একটি সভায় আছি। পরে কথা বলবো”।

এছাড়াও কেনো স্থায়ী বহিস্কার করা হবেনা তা আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামীলীগ বরাবর কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয় জাফর আলমকে। জবাব না দেয়া হলে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হবে বলেও উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

পূর্বের খবরকক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুই ঘটনায় নিহত- ২
পরবর্তি খবর‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ শিরোনামে নির্বাচনী গানের উদ্বোধন