সৌদি বাদশাহর ‘বিশেষ বার্তা’ নিয়ে তেহরানে পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে সৌদি আরব ও ইরান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী মুসলিম দেশ তাদের দূতাবাস চালু করাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।