সতর্ক থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

রাজধানীতে আজ দুটি শান্তি সমাবেশ

রাজধানীতে আজ দুটি সমাবেশ করবে আওয়ামী লীগ। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর বিকালে বনানীতে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এছাড়া যুবলীগও সারা দেশে শান্তি সমাবেশ করবে। এসব কর্মসূচিতে তৃণমূল নেতাদের সঙ্গে নগর ও কেন্দ্রীয় নেতারাও যোগ দেবেন।

আজ রাজধানীসহ সারা দেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি থেকে বিশৃঙ্খলার চেষ্টা হলে তা প্রতিহত করে শান্তি বজায় রাখতেই সারা দেশে সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য হলো-এগুলো পালটা কর্মসূচি নয়, জনগণের শান্তি এবং জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন।

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন যুগান্তরকে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অর্জনগুলো আমরা জনগণের কাছে তুলে ধরব। পাশাপাশি কেউ যেন কর্মসূচির নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি এবং থাকব।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এই ইউনিটের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ থানা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন। আমাদের নেতাকর্মীদের সতর্ক থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বনানী সুপার মার্কেটের পেছনে বিকাল ৩টায় শান্তি সমাবেশ হবে। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ কেন্দ্রীয় ও নগরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

জানতে চাইলে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আমাদের প্রতিটি থানা-ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ বিশৃঙ্খলা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।এদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী যুবলীগ আজ ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে শান্তি সমাবেশ করবে। তবে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সমাবেশ থাকায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলায় যুবলীগের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এছাড়ও এদিন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ। প্রতিটি সংগঠনের নেতাকর্মীরা স্ব স্ব ওয়ার্ড ও ইউনিটের গুরুত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ অবস্থান করবে।

বিএনপি ৪ মার্চ প্রতিটি মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করে। তারও আগে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ, ৩০ ডিসেম্বর গণমিছিল এবং ১৬ জানুয়ারি সমাবেশ এবং মিছিল কর্মসূচি পালন করে। এরপর জেলা, মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির দিনও নানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ।