লজ্জায় ডুবল পিএসজি

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন। তবে রেনের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিস  ক্লাব পিএসজির।