রক্ষণাবেক্ষণই দায়ী রোদের তাপে নয়!

রোদের তাপে ‘রেল লাইন বাঁকা’ হচ্ছে। এর পক্ষে-বিপক্ষে উঠছে নানা যুক্তি। কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে নেপথ্য কারণ রোদের তাপ। আর বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের দাবি-রক্ষণাবেক্ষণের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি।