যে খবরে ‘জীবন স্থবির’ হয়ে পড়ে অমিতাভের

বলিউড প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া মারা গেছেন। তার মৃত্যুতে শূন্যতা গ্রাস করেছে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে। বৃহস্পতিবার সকালে দুঃসংবাদ পাওয়ার পরই অমিতাভ শুটিং ছেড়ে হাজির হয়েছিলেন আদিত্য চোপড়ার বাড়িতে।