বলিউড প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া মারা গেছেন। তার মৃত্যুতে শূন্যতা গ্রাস করেছে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে। বৃহস্পতিবার সকালে দুঃসংবাদ পাওয়ার পরই অমিতাভ শুটিং ছেড়ে হাজির হয়েছিলেন আদিত্য চোপড়ার বাড়িতে।
পামেলা চোপড়ার মৃত্যু প্রসঙ্গে অমিতাভ তার ব্লগে লেখেন, কাজ করতে করতেই যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার চলে যাওয়ার আকস্মিক খবর আসে এবং জীবন স্থবির হয়ে পড়ে! তাই তার সঙ্গে সিনেমা বানানো, সঙ্গীত নির্মাণ, আউটডোর এবং পারিবারিক গেট টুগেদারের সঙ্গে কাটানো অনেক স্মৃতি, সব যেন এক লহমায় মিলিয়ে যায়।
এদিকে পামেলার মৃত্যুর পর যশ চোপড়ার বাড়িতে যান জয়া বচ্চন। বাড়িতে যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া ও রানি মুখার্জীও ছিলেন। সাদা পোশাকের সঙ্গে তিনি মুখ ঢেকে রেখেছিলেন সাদা মাস্কে। জয়ার ছবি তুলতে গেলেই তীব্র প্রতিবাদ জানিয়ে হাত তুললেন অমিতাভ-পত্নী। কন্যা শ্বেতা বচ্চন নন্দর সঙ্গে হাঁটছিলেন তিনি। শ্বেতা ক্যামেরায় তাকালেও জয়া বিরক্ত হয়ে আঙুল দেখিয়ে বললেন দূরে যেতে।
অন্য দিকে অমিতাভের সঙ্গে তার পুত্র অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে দেখা গেছে আদিত্য চোপড়ার বাড়িতে।
যশ চোপড়া ফিল্মসের প্রযোজনায় একাধিক ছবিতে কাজ করেছিলেন অমিতাভ। তার মধ্যে ‘কভি কভি’ বিশেষ জনপ্রিয়, যে ছবির চিত্রনাট্য লিখেছিলেন পামেলা।