মহাসড়কে সহযোগিতায় ‘হ্যালো এইচপি’ অ্যাপ

জনসাধারণকে মহাসড়কে সহযোগিতার জন্য ‘হ্যালো এইচপি’ নামে একটি অ্যাপ চালু হচ্ছে। সড়কে কেউ কোনো বিপদে পড়লে এ অ্যাপের মাধ্যমে তা হাইওয়ে পুলিশকে জানাতে পারবে। জরুরি সাহায্যের বোতাম চাপলেই নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিম সহযোগিতার জন্য ছুটে আসবে। এ অ্যাপে রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা, ভাড়ার তালিকা, ব্রিজের টোলহারসহ বিভিন্ন তথ্য থাকবে।