জয় বাণী রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ আগষ্ট বাদ আছর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি’র ভালুকায় ব্যাক্তিগত কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে শেখ কামালের কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আ.খ.ম রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি শাহজাহান সেলিম, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আফজাল হোসেন, যুবলীগ নেতা মাহমুদুল হাসান ফরহাদ প্রমূখ।
এ সময় আওয়ামীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচান শেষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মদিন উদ্যাপিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা খান। এর পূর্বে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।