ভাড়ায় খাটে রাস্তা ফুটপাত

রাজধানীর গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকা। এখানকার দুই থেকে আড়াই কিলোমিটার সড়ক ঘিরে ফুটপাত, সড়ক এবং অলিগলির রাস্তায় অন্তত আড়াই থেকে সাড়ে তিন হাজার দোকান বসে প্রতিদিন। একই জায়গায় দিন-রাত বিভিন্ন শিফটে ভাগ হয়ে বসে হরেকরকম পণ্যের এসব দোকান। এজন্য দৈনিক ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত গুনতে হয় একেকজন হকারকে।