পালটাপালটি সমাবেশে জনভোগান্তি চরমে

শুক্রবার বড় দুদলের পালটাপালটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে ভোগান্তির নগরী হয়ে ওঠে ঢাকা। গণপরিবহণ সংকটে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। এছাড়া প্রবল বর্ষণে জলমগ্ন রাস্তা ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দেয়। তবে অন্যান্য সমাবেশের আগে ঢাকায় অঘোষিত হরতালের আবহ থাকলেও এবার পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। বিছিন্ন দু-একটি ঘটনা ছাড়া যানবাহন চলাচলে কোথাও বাধার অভিযোগ পাওয়া যায়নি। তবে মিছিল-শোডাউনে শহরজুড়ে ছিল চাপা আতঙ্ক।