ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিণীতি, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স ও অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর চলে আসেন ভারতে।
সেটা ২০০৯ সালের কথা। ভারতে এসে অবশ্য জড়িয়ে পড়েন সিনেমা–দুনিয়ার সঙ্গে। জনসংযোগ পরামর্শক হিসেবে যোগ দেন যশ রাজ ফিল্মসে।
গত কয়েক বছরে অভিনেত্রী হিসেবে জায়গা করে নিলেও আপনি কী জানেন, পরিণীতি চোপড়ার অভিনয় নিয়ে তেমন আগ্রহই ছিল না! এক প্রতিষ্ঠিত বলিউড তারকাই তাকে অভিনেত্রী হতে প্রেরণা জুগিয়েছেন। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়া যা জানাল।
এরপর কিভাবে তার ক্যারিয়ারে নতুন বাঁক নিল, সেটা পরিণীতি জানিয়েছিলেন করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে। পরিণীতি জানান, একবার রানী মুখার্জির সঙ্গে একটি টিভি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। কোনো এক কারণে সেদিন রানীর ম্যানেজার ছিলেন না, পরিণীতিকে তাই অভিনেত্রীর সঙ্গে থাকতে হয়।
একপর্যায়ে রানী পরিণীতির উদ্দেশে বলেন, ‘তুমি প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন, অভিনয়ে কেন আসছ না?’ রানীর এই এক কথাই ক্যারিয়ার নিয়ে পরিণীতির ভাবনা বদলে দেয়।
এ ঘটনার পরদিনই পরিণীতি চোপড়া হাজির হন কাস্টিং ডিরেক্টর শানু শর্মার বাড়িতে। শানু তার একটি অডিশন নেন। শহীদ কাপুর ও কারিনা কাপুর খান অভিনীত ‘জব উই মেট’-এর একটি দৃশ্যে অভিনয় করতে বলা হয় পরিণীতিকে। তিনি দারুণভাবে উতরে যান।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, পরিচালক মনীশ শর্মা তাকে সিনেমা নিয়ে কথা বলতে ডাকেন। এরপর পরিণীতির সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করে যশ রাজ ফিল্মস।
২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় পরিণীতির। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ইশকজাদে’ সিনেমায় জয়া চরিত্রটিতে অভিনয় করেন। এভাবেই তার এ জগতে আসা।
অবশেষে শনিবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। শনিবার নয়াদিল্লির কাপুরতলা হাউসে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন তারা। রাত সাড়ে ৯টায় ইনস্টাগ্রামে চারটি ছবি দিয়ে বাগদানের খবরটি জানিয়েছেন ভক্তদের।