ধর্ষণে ২ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, পাঁচজন গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার পুলিশ ধর্ষক ও এক ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করেছে।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত লাউকরা গ্রামের ধর্ষক মো. রায়হান (১৮), ধর্ষকের চাচাতো বোন হাজেরা বেগম (২৫), খালেদা আক্তার (২২), চাচাতো ভাই মো. হাবিবুর রহমান সর্দার (৩০), ইউপি সদস্য মো. রহমত উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা ইয়াছিন সর্দার বাদী হয়ে সোমবার হাজীগঞ্জ থানায় একটি মামলা করেছে।

ধর্ষিতার বাবা ইয়াছিন সর্দার বলেন, ধর্ষক কিশোর হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাওকোরা সর্দার বাড়ির সিরাজুল ইসলাম ওরফে ছেরু সর্দারের ছেলে।

ওই কিশোর ভিকটিমকে ডেকে এনে একাধিকবার ধর্ষণ করে। এতে কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ নিয়ে শুক্রবার রাতে ইউপি সদস্যের নেতৃত্বে বাড়ির লোকজন মিলে একটি সালিশি বৈঠক হয়। বৈঠকে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত হয়।

অর্থের অভাবে মামলা চালানো আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আর মামলা করার জন্য মেম্বারসহ কেউ সহযোগিতা করেনি। তারা সবাই চেয়েছে বিষয়টি সমাধান হোক। এ সুযোগ নিয়ে প্রহসনের সালিশ বৈঠক করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ধর্ষকের বয়স বিবেচনা করে নারী ও শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।