দেশে কারও ফরমায়েশে নির্বাচন হবে না

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না। কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছে, তাদের সঙ্গেও কথা বলেছি, তাদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তারাও তত্ত্বাবধায়ক বুঝে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তারা এখন ক্ষমতার জন্য পাগল ও বেসামাল হয়ে গেছে। বেসামাল এ বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে-গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে।