চ্যাটজিপিটি নিয়ে যে দাবি করলেন অমিতাভ

সবসময়ই ব্লগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন অমিতাভ বচ্চন। এবার তিনি ব্লগে লিখলেন চ্যাটজিপিটির বিষয়ে।

দিন দিন এই প্রযুক্তির জনপ্রিয়তা বেড়েই চলেছে। অভিনেতা সম্প্রতি তার একটি ব্লগে এই একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে নিজের কিছু ছবি বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একই সঙ্গে সেখানে চ্যাটজিপিটির বিষয়ে কথা বলেন।

অমিতাভ লেখেন— আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিশ্বকে শাসন করছে এখন ঠিক যেমনটা চ্যাটজিপিটি অ্যাপ করে থাকে। একই সঙ্গে আমরা বোধহয় সবাই জানি এটি শিগগির মানুষের জায়গা নিতে চলেছে তাদের সরিয়ে। আমি চাই চ্যাটজিপিটি নিজেই আমার জন্য আমার দিনের বিষয়ে লিখুক। কিন্তু সেই লেখায় কোনো প্রাণ থাকবে না। কিন্তু একদিন আমি এটা চেষ্টা করবই।

নিজের অসুস্থতা, উদ্বেগের কারণে এখন সব আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন বলে জানান তিনি।

অমিতাভ বলেন, যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি আমার আমিটা সবার থেকে দূরে থাকতে চাইছে। একাকীত্ব চাইছে। এ ছাড়া পাবলিকের সামনে আসতে পারছি না। কারণ আমার স্বাস্থ্যের জন্য। কিন্তু জানি না এটা একাকীত্বের লক্ষণ কিনা। তবে কী বলছি, কেমন আচরণ করছি, কী পরছি, কতটা যুক্ত হচ্ছি কোনো বিষয়ে ইত্যাদি কীসের ইঙ্গিত দিচ্ছে জানি না।

কিছু দিন আগে প্রজেক্ট করে শুটিং চলাকালীন গুরুতর আহত হন অমিতাভ। হায়দরাবাদে শুটিং চলাকালে তার পাঁজর আঘাত লাগে। তৎক্ষণাৎ মুম্বাই ফিরে আসেন তিনি।