চুনোপুঁটি নিয়ে টানাটানি রাঘববোয়ালরা বাদ

আজ মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস। বেশ ঢাকঢোল পিটিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। দিবসটিকে সামনে রেখে জোরদার করা হচ্ছে মাদকবিরোধী অভিযান। এজন্য সারা দেশের প্রায় ৭০ হাজার মাদক ব্যবসায়ীর তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। কিন্তু তালিকায় রাঘববোয়াল মাদক ব্যবসায়ী কারও নাম নেই।