আওয়ামী লীগের রাজনীতিবিদ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ‘খেলা হবে’ শব্দ দুটি ব্যবহার করেছেন। পরে তা ছড়িয়ে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। অবশেষে তা ব্যবহার করা হয় রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ছবিতে।
প্রকাশ হওয়া ট্রেলারে আলিয়ার মুখে কথাটি শোনা যায়। এরপরই শুরু হয় বিতর্ক। তাই ভারতীয় সেন্সর বোর্ড ছবিটির ওপর কাঁচি চালিয়েছে। বাদ দিয়েছে একাধিক দৃশ্য ও সংলাপ।
‘খেলা হবে’ বাদ দেওয়ার বিষয়ে আলিয়া বলেন, ‘অনেকে অনেক কিছু বলছেন। সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা ছবির কোনো ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস।’
আলিয়া জানান, ছবিতে জয়া বচ্চনের সঙ্গে তার একটি বিশেষ দৃশ্যের জন্যই সংলাপটিকে ব্যবহার করা হয়েছে।
অভিনেত্রীর ভাষ্য- ‘এর বেশি এখন খোলসা করছি না। দর্শক ছবিটা দেখুক, তা হলেই সব স্পষ্ট হবে।’
৩ মিনিট ২১ সেকেন্ডের ওই ট্রেইলারের ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় আলিয়া ভাটকে বলতে শোনা গিয়েছিল ‘খেলা হবে’।
বলিউডের ছবিতে বাঙালির ঘর-সংসার, রীতি-রেওয়াজ, আদব-কায়দা দেখানো হয়েছে। রয়েছেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির দুই তাবড় অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরী।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমেই সাত বছর পর নির্মাণে ফিরেছেন করণ জোহর। আর ‘গালিবয়’ সিনেমার পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়েই ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং।