কোরিয়ান পপ স্টারের পাশে আলিয়াকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা

কোরিয়ান পপ সুপারস্টার লি জি-উন তথা আই ইউ বসেছেন একেবারে আলিয়ার পাশেই। তাদের পাশাপাশি বসার সেই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ভক্তরা। অনেকেই তাদের ছবিটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন।