আগরতলায় মেডিকা সুপারস্পেশালটি হাসপাতাল এর সাস্থ্য বিষয়ক কনফারেন্সে ”ভালো থেকো” অনুষ্ঠিত

কলকাতার মেডিকা সুপারস্পেশালটি হাসপাতালের সিনিয়র ডাক্তারা আজ আগরতলায় মেডিকেল কনফারেন্স ” ভালো থেকো” – এ আজ উপস্থিত ছিলেন। টেরেসা ডায়াগনস্টিক সেন্টার আগরতলা সহযোগিতায় এই কনফারেন্সের আয়োজন করা হয়েছিল।

১৫ হাজারেরও বেশি হার্ট সার্জারি অভিজ্ঞতা সম্পন্ন সিনিওর কার্ডিয়াক সার্জন এবং কলকাতা মেডিকা হসপিটালের সিনিওর ভাইস চেয়ারম্যান ড: কুণাল সরকার হার্ট সার্জারি প্রতিরোধের উপায় এবং জীবন ধারণের দৈনন্দিন সাবধানতা সম্পর্কে, উপস্থিত সকলকে অবহিত করেছিলেন।

মেডিকা হসপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক শ্রী আয়নাভা দেবগুপ্ত বলেছেন যে মেডিকা প্রতি মাসে ত্রিপুরা থেকে অনেক রোগীর চিকিৎসা করছে। শ্রী দেবগুপ্ত বলেছেন তিনি 2000 সাল থেকে ত্রিপুরার সাথে সংযুক্ত রয়েছে। কলকাতার মেডিকা হাসপাতালের অনেক বিশেষজ্ঞ প্রতি মাসে ত্রিপুরায় আসেন রোগী দেখতে।

সভাপতি ড: সৌমিত্র ভরদ্বাজ এর মন্তব্য ত্রিপুরা থেকে প্রায় ২৫০০ রোগী মেডিকা হাসপাতালে চিকিৎসা করতে আসেন,কারণ তারা মেডিকা কলকাতায় একই ভাষা, এবং বাকি ভারতের তুলনায় অন্তত ২০ শতাংশ কম খরচে সম্পূর্ণ চিকিত্সা পরিষেবা প্রদান করা সম্ভব হয়। ড: ভরদ্বাজ ঘোষণা করেছেন যে আরো আধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণ ৩০০ সজ্জা  বিশিষ্ট মেডিকা ক্যান্সার হসপিটাল পরিষেবা শুরু হয়েছে যা ১৪ জন ভারত বিখ্যাত ক্যান্সার সার্জন যাদের অধিকাংশ মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে প্রশিক্ষণ প্রাপ্ত।

নেফ্রোলজি সিনিওর কনসালট্যান্ট ড: দিলীপ কুমার পাহাড়ি ডায়াবেটিক কিডনি রোগে প্রাথমিক লক্ষণগুলি সনাক্তকরণ নিয়ে আলোচনা করেছিলেন। তিনি মনে করেন কিডনি সংক্রমণে প্রাথমিক লক্ষণগুলি সনাক্তকরণ এর মাধ্যমে জীবনদায়ী চিকিৎসা প্রদান করা সম্ভব।

মেডিকা ইউরোলজি ডাইরেক্টর ড: অভয় কুমার ইউরো অনকোলজি অর্থাৎ মূত্রাশয়ে ক্যান্সার, কিডনি ও প্রস্টেট ক্যান্সার এর প্রাকথমিক লক্ষণগুলি সনাক্ত করণের উপায় সম্পর্কে আলোকিত করবেন। ড: অভয় কুমারের মতে প্রাথমিক সানাত্ব সনাক্ত করণই হলো ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায়। টাটা মেমোরিয়াল এ প্রশিক্ষণ প্রাপ্ত ড: অভয় কুমার জানান বর্তমানে প্রচুর রোগীদের টাটা মেমোরিয়ালের ডাক্তার বাবুরা কলকাতা মেডিকাতে রেফার করছেন এই বলে যে টাটা হপিটালের সমতুল্য চিকিৎসা অনেক কম খরচে কলকাতা মেডিকাতেও পাওয়া সম্ভব।

 

 

উল্লেযোগ্য: মেডিকা কলকাতা খুব কম সময়ের মধ্যে ৩০০ রোবটিক সার্জারী সম্পর্ন করতে পেরেছে ।

ডঃ উত্তীও গুপ্ত কনসালট্যান্ট এন্ডোক্রিনোলজি ও ডাইয়াবেটোলজি এবং ডঃ প্রশান্ত দেবনাথ কনসালট্যান্ট গাস্ট্রোএন্টারোলজি “ভালো থেকো” অনুষ্ঠানে তাদের নিজ নিজ বিশেষত্বের উপর বক্তব্য প্রদান করবেন।

মেডিকা হোপিটাল সম্পর্কে:

১) মেডিকা হসপিটাল হলো পূর্ব ভারতের একটি মাল্টিস্পেশালটি হেলথ কেয়ার ইনস্টিটিউট যা গত দেড় দশক ধরে সাস্থ্য অত্যাধুনিক পরিষেবায় নতুন মান তৈরী করে চলেছে।

২) মেডিকা হসপিটাল টেমাসেক ফান্ডের মালিকানাধীন, সিঙ্গাপুরের সরকারের এই সর্বভৌম তহবিল এশিয়ার বৃহত্তম বিনিয়োগ কারীদের মধ্যে একটি।

বর্তমানে মেডিকা হসপিটাল পশ্চিমবঙ্গ , ঝাড়খণ্ড এবং ওড়িশায় হসপিটাল পরিষেবা প্রদান করছে।

মেডিকা এবং তার ক্লিনিক্যাল দল নতুন প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগের কারণে খুব অল্প সময়ের মধ্যে মেরু অবস্থানে উঠে এসেছে। এইটি ১৫টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, সহায়ক অপারেশনের জন্য রোবট, PET CT সমৃদ্ধ MRI এবং CT মেশিন, স্পেক্ট এবং নিওক্লিয়ার মেডিসিন পরিষেবা নিয়ে এগিয়ে চলেছে। আমরা আপনাদের সকলকে এই তথ্য দিতে পেরে গর্বিত যে ৪৮০ শয‌্য‌া বিশিষ্ট মাল্টিস্পেশালটি হসপিটালের সাথে আমরা আরও দশ তলা বিশিষ্ট অত্যাধুনিক ক্যান্সার হসপিটাল যুক্ত করেছি, যেখানে সর্বোচ্চ মানের ক্যান্সার পরিষেবার সুবিধা রয়েছে।