কয়েক হাজার চিকিৎসক হয়েছেন ১৬ বছরে

বছরের পর বছর ফাঁস হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। সিআইডির পরিসংখ্যান বলছে, ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ১৬ বছরে ১০ বার ফাঁস হয়েছে এই প্রশ্নপত্র। বছরভেদে ১০-২০ লাখ টাকার বিনিময়ে একজন পরীক্ষার্থীকে এসব প্রশ্ন দেওয়া হতো। এভাবে অন্তত ৪ সহস্রাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের বড় অংশ ইতোমধ্যে পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়েছেন। কোচিং সেন্টারের আড়ালে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অপকর্মে জড়িয়েছেন। এভাবে তারা হাতিয়ে নিয়েছেন শতকোটি টাকা। এখন পর্যন্ত এই চক্রের মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সর্বশেষ রোববার সাতজন চিকিৎসকসহ চক্রটির ১২ সদস্যকে গ্রেফতারের খবর জানিয়েছে সংস্থাটি। তাদের মধ্যে তিন চিকিৎসককে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।