উত্তপ্ত মরুর বুকে কিভাবে বাঁচত বেদুইনরা?

পৃথিবীজুড়ে ভয়াবহ গরমে অস্থির মানবজীবন। মরুর বুকে দহন-দাহনের মাত্রা যেন আরও তীব্র। তবুও যুগের পর যুগ মরুর উত্তপ্ত বালিতে সংগ্রাম করে গেছে মানুষ। টিকিয়ে রেখেছে নিজেদের অস্তিত্ব। দুবাইয়ের মরুভূমির প্রাচীনতম বাসিন্দা বেদুইনরা। দগ্ধ মরুতে তারা কিভাবে নিজেদের টিকিয়ে রেখেছে- এটাই তুলে ধরা হয়েছে খালিজ টাইমসের এক প্রতিবেদনে।