ভারতীয় অভিনেত্রী সানা খান ধর্মগুরু মুফতি আনাস সাইদকে বিয়ে করে অভিনয় ছেড়ে দিয়েছেন। কিছু দিন আগে সানার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
সেখানে দেখা যায় অন্তঃসত্ত্বা সানাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন তার স্বামী। সানা সবাইকে আশ্বস্ত করে বুঝিয়েছেন এ দৃশ্য ‘নির্মম’ নয়, তাদের গভীর দাম্পত্যেরই নিদর্শন। এবছর দুইজনের জন্য রোজা রেখেছেন অভিনেত্রী।
গর্ভাবস্থায় রোজা পালন করেও খুশি সানা। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সৌদি আরবে রয়েছেন তিনি। সেখানেই ঈদ পালন করেন। এই বছরটা অন্যান্য বছরের তুলনায় তার জন্য একেবারে আলাদা, কারণ আর কিছুদিন পরই তাদের সন্তান ভূমিষ্ঠ হবে।
গর্ভাবস্থায় রোজা রেখে সানা বলেন, এবছর রোজাটা নিজেই করতে চেয়েছিলাম। আমাকে বলা হয় যে, অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা করলে তাহবু সন্তানের নামেও হয়। ৩০টি রোজ আসলে তখন ৩০০টির সমান। প্রথমে এই অবস্থায় রোজা করতে একটু ভয় পেয়েছিলাম ঠিকই। কিন্তু, সবয়টা রোজা একেবারে নির্বিঘ্নে হয়েছে।
তিনি আরও বলেন, ঈদ মানেই শুধু নতুন জামাকাপড় পরা, রোজা বা উপোস ভেঙে ভালোমন্দ খাওয়াদাওয়া নয়। ঈদ মানে কোরান পড়া, আল্লাহ্ ইবাদত করা।
সানার স্বামী মৌলবি এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরই সানা ছেড়েছেন আগের বেশ। ধারণ করেছেন হিজাব।সুখেই আছেন এই জুটি।