আলিয়ার খুঁত কী, ফাঁস করলেন ‘সাবেক প্রেমিক’

বরুণ আর আলিয়া এখন বন্ধু। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’-এর মধ্য দিয়ে বলিউডে একসঙ্গেই আত্মপ্রকাশ করেছিলেন দুজন। এরপর দুজনের প্রেমের গুঞ্জনে তুঙ্গে উঠে যায় এ জুটি। পরবর্তী সময়ে ‘কলঙ্ক’ ছবিতেও এ জুটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়।